১৭ জুলাই, ২০২৪ ১৮:৪৮

সুনামগঞ্জে কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ নিয়ে আলোচনা

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধ নিয়ে আলোচনা

সুনামগঞ্জে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজন করে। 

সংগঠনের সভাপতি ফজিলাতুন্নেছা খুখুর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জসিম উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলনের নেতা একে কুদরত পাশা, অনির্বান মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃস্না আক্তার রুশনা, আরটিভির সুনামগঞ্জ  প্রতিনিধি শহীদ নুর আহমেদ, বৈশাখী টিভির প্রতিনিধি  কর্ণ বাবু দাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জে কিশোর গ্যাং দের তৎপরতা কম থাকলেও কিশোর অপরাধ রয়েছে। সীমান্ত এলাকায় অবাদে চোরাচালান ও মাদকদ্রব্য আসায় কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। উঠতি বয়সী তরুণরা নিজেদের আধিপত্য বিস্তার করতে সংঘবদ্ধভাবে কিশোর গ্যাং গড়ে তুলতে তৎপর। তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে স্কুলে কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর