১৮ জুলাই, ২০২৪ ১১:৩৯

খুলনায় সড়কে সড়কে অবরোধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় সড়কে সড়কে অবরোধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার, বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলনা-যশোর রোডে নতুন রাস্তা মোড়, শিববাড়ি মোড়, পিটিআই মোড়, বাবু খান রোড ও সাউথ সেন্ট্রাল রোডে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
 
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়। তারা কোটা সংস্কারের দাবিতে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ‘মেধা না কোটা-কোটা কোটা’ ‘দালালি না রাজপথ-রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকে। 

সড়কের বিভিন্ন জায়গায় কাঠের টুকরো, গাছের গুড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এতে শত শত গাড়ি আটকে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। সংঘর্ষ ভাংচুর আশংকায় বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সড়কে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। টান টান উত্তেজনা বিরাজ করছে শহরজুড়ে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর