১৮ জুলাই, ২০২৪ ১৯:৩৬

ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, সার্কেল এসপি-ওসিসহ আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, সার্কেল এসপি-ওসিসহ আহত ১৫

ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, শর্টগানের গুলি ও লাঠিচার্জ করেছে।

আন্দোলনকারীদের ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, সদর থানার ওসি শাহিন উদ্দিনসহ ৫ জন আহত হয়েছেন এবং পুলিশের লাঠিচার্জে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটা আন্দোলনকারীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশের চেষ্টা করে। তারা ধোপাঘাটা ব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শাহিন উদ্দিনসহ ৫ জন পুলিশ সদস্য আহত হন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, শর্টগানের গুলি বর্ষণ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে এবং পুরো শহরে সতর্ক অবস্থায় রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর