২৪ জুলাই, ২০২৪ ১৯:৩৩

কসবায় অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কসবায় অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অ্যাম্বুলেন্স ও ব্যাটারীচালিত অটোরিক্সা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ১১টার দিকে কুমিল্লা- সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালিয়ারা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুইজন। আহতরা হলো জেলার রামরাইল এলাকার সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও পাশ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম। ঘটনার পর জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় কুটি- চৌমুহনী দমকল বাহীনির লোকজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিনজনের মধ্যে অপুকে কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করা হলে সেখানে নেয়ার পথে মারা যায়। নিহত জাহিদ কিছুদিনের মধ্য প্রবাসে যাওয়ার কথা ছিলো। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যানাল বলেন, খবর পেয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। আইনহত বিষয়টি প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর