২৪ জুলাই, ২০২৪ ১৯:৫৪

ফেনীতে তিনদিনে আটক ৭০ জন

ফেনী প্রতিনিধি


ফেনীতে তিনদিনে আটক ৭০ জন

প্রতীকী ছবি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল করছে। মহাসড়কের নিরাপত্তায় সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশের রয়েছে পর্যাপ্ত টহল। সকাল ৮টায় ফেনী থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। মঙ্গলবারের তুলনায় বুধবার যাত্রীদের চাপ বেড়েছে। মহাসড়গুলোতে গাড়ি চলাচল কম থাকায় চালকরা গাড়ি চালাতে পারছেন বলে জানা গেছে। 

বাস মালিকরা বলছেন, কারফিউ শিথিল সময়ে তারা কাউন্টারে টিকেট বিক্রি করবে সকাল ৮থেকে বিকাল ৪টা পর্যন্ত। যাত্রীরা বলছে আশঙ্কা আর উৎকন্ঠার নিয়ে জরুরী কাজে তাদের গন্তব্যে রওয়ানা হয়েছে। শহরের ছোট ছোট যান চলাচল স্বাভাবিকের চেয়ে বেড়েছে। ব্যবসা বনিজ্যে দোকান পাট খুলতে শুরু করেছে ।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পরিবহনের চালক কামাল জানান, সড়ক একেবারেই ফাঁকা তাই দ্রুত আসতে কোন ধরনের সমস্যা হয়নি। এখন যাত্রী কিছু কম হলেও ধীরে ধীরে এটি বাড়বে। 

মহিপাল কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া এক যাত্রী মো. জামাল উদ্দিন জানান, চাকরির সুবাদে ঢাকা যেতে হচ্ছে। তবে মনে শঙ্কা ও ভয় কাজ করছে। ছহিছালামতে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছেন যাত্রীরা। তবে তারা বলছেন, আশাকরি এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

সকালে মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। র‌্যাব, বিজিবিও সেনাবাহিনীর সাথে তারা কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মহাসড়কের কোথাও কোন কোন ধরনের অপ্রিতিকর কোন ঘটনা ঘটেনি। ফেনীতে নাশকতার ঘটনায় ২টি মামলা হয়েছে। এ পর্যন্ত ফেনীতে জামায়াত বিএনপির ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে জামায়াতের শীর্ষ নেতা ফেনী পৌর জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেন, সোনাগাজী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন আরিফ রয়েছেন।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহিনা আক্তার জানান, সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর