২৪ জুলাই, ২০২৪ ২১:১৮

ময়মনসিংহে ১৪ মামলায় গ্রেফতার ১২২

অনলাইন ডেস্ক

ময়মনসিংহে ১৪ মামলায় গ্রেফতার ১২২

কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে ময়মনসিংহের বিভিন্ন থানায় ১৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিগত তিন দিনে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে বিএনপি-জামায়াতের ১২২ জন নেতাকর্মী। 

বুধবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেন গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেছেন। এসব মামলায় নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় চার সহস্রাধিক লোককে আসামি করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে বিগত তিন দিনে জেলা ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মোট ১২২ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর মধ‍্যে উল্লেখযোগ্য গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ‍্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লিটন আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব, বিএনপি নেতা নূর মোহাম্মদ মীর, আনোয়ারুল ইসলাম রতন প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর