২৫ জুলাই, ২০২৪ ১৭:৪০

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে ডুবে অঞ্জনা খাতুন (১১) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে উপজেলার রতনদীয়া ইউনিয়নের পশ্চিম হারুয়া গ্রামের উজ্জল শেখের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকালে সাড়ে ৪টার দিকে পদ্মা নদীর বিরু মোল্লার ঘাট এলাকায় বান্ধবীর সাথে গোসল করতে যায় অঞ্জনা। বান্ধবীর সাথে গোসল করার সময় স্রোতের সাথে ভেসে যায় সে। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের বিষয়টি জানায় অঞ্জনার পরিবারের সদস্যরা। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বাকী বিল্লাহ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পাওয়ার পর অঞ্জনার মরদহে নদী থেকে উদ্ধার করা হয়। পরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে বুধবার রাতে হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর