২৫ জুলাই, ২০২৪ ১৮:৪৭

৪ দিন পর সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

৪ দিন পর সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি শুরু

কারফিউ শিথিল করা হলে এবং জেলায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গসোনাহাট স্থল বন্দর দিয়ে গতকাল বুধবার বিকেল থেকে পণ্য আমদানি শুরু হয়েছে। তবে পণ্য রফতানি শুরু হয়নি। টানা চার দিন পর এ বন্দর দিয়ে আমদানি শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

সোনাহাট বন্দরের সিএন্ড এফ এজেন্ট সভাপতি রাকিব হোসেন জুয়েল বন্দর দিয়ে আমদানির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সারাদেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ-ভারত মালামাল পরিবহণে নিষেধাজ্ঞা প্রদান করে। ফলে গত ৪ দিন ধরে এ বন্দর দিয়ে মালামাল আমদানি রফতানি সাময়িকভাবে বন্ধ থাকে। এরপর কারফিউ শিথিল ও পরিস্থিতি স্বাভাবিক হলে গত বুধবার বিকেল থেকে পুনঃরায় সোনাহাট স্থলবন্দর দিয়ে মালামাল আসতে শুরু করে।

তিনি আরো বলেন, প্রথম দিনে ২৯ টি ট্রাক পাথর নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। কিন্তু বাংলাদেশ থেকে পণ্য রফতানি করা সম্ভব হয়নি। ফলে বন্দর সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারি, কর্মকর্তাসহ সকলের মাঝে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর