২৬ জুলাই, ২০২৪ ১০:৫৬

মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলের গাছ কর্তন

ঝিনাইদহ প্রতিনিধি:

মহেশপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফলের গাছ কর্তন

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১০ কাঠা জমিতে লাগানো ড্রাগন ফলের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মহেশপুর থানায় স্বপন আলী ও পিন্টু মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মাঠে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ডুমুরতলা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে স্বপন আলী ও দারিয়াপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে পিন্টু মিয়া আমার জমির ড্রাগন ফলের গাছ গুলো কেটে দিয়েছে। 

ডুমুরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে স্বপন আলী জানান, ২০২৪ সালের এপ্রিল মাসে দারিয়াপুর গ্রামের নবীছুদ্দিনের কাছ থেকে এক বিঘা জমি ক্রয় করেছি। তাই তাদের অনুমতি নিয়েই আমি আমার জমি থেকে তাদের লাগানো ড্রাগন ফলের গাছ তুলে দিয়েছি।

মামলার দাবী জাহাঙ্গীর আলম জানান, জমি নিয়ে বিরোধের কারণেই স্বপন আলী ও পিন্টু মিয়া আমার জমি থেকেই আমার লাগানো ড্রাগন ফলের গাছগুলো কেটে সাবার করে দিয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর