২৭ জুলাই, ২০২৪ ১৫:২৩

বগুড়ায় ১৪ মামলায় ১২৩৯ জন আসামি, গ্রেফতার ১৪৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ১৪ মামলায় ১২৩৯ জন আসামি, গ্রেফতার ১৪৫

কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় গত শুক্রবার পর্যন্ত বগুড়া সদর থানায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১২৩৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে। 

সর্বশেষ গত শুক্রবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের শহরের সাতমাথা কার্যালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৮ জুলাই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষোভকারীরা। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, ১৪ মামলায় এ পর্যন্ত ১৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর