২৭ জুলাই, ২০২৪ ১৯:৩৮

হিলি স্থলবন্দরে কমেছে পিয়াজের দাম

অনলাইন ডেস্ক

হিলি স্থলবন্দরে কমেছে পিয়াজের দাম

ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে কয়েকদিনের তুলনায় কেজিতে পাঁচ টাকা কমেছে ভারতীয় পিয়াজের দাম। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। 

শনিবার (২৭ জুলাই) বিকেল ৫টায় হিলি কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ ৮৮-৯০ টাকায় খুচরাবাজারে বিক্রি হচ্ছে। যা দুদিন আগে ছিল ৯৫ টাকা। আর দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দরে নাসিক ও ইন্দোর জাতের ভারতীয় পিয়াজের আমদানি বেড়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ১৭ গাড়িতে ৪৯৬ টন পিয়াজ আমদানি হয়েছে। তার আগের দিন আমদানি হয়েছে ২৪ গাড়ি (৭০৩ টন) পিয়াজ।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, দেশের সহিংস পরিস্থিতির মধ্যেও হিলি স্থলবন্দর দিয়ে পিয়াজ আমদানি অব্যাহত ছিল। তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। এসব পিয়াজ দ্রুত ছাড় করতে আমরা সজাগ রয়েছি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর