২৮ জুলাই, ২০২৪ ১৩:৫৮

নরসিংদী কারাগার পরিদর্শন করলো তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক

নরসিংদী কারাগার পরিদর্শন করলো তদন্ত কমিটি

নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা তদন্ত কমিটি কারাগার পরিদর্শন করেছেন।

রবিবার বেলা ১১টার দিকে তদন্ত কমিটির প্রধান ড. ফারুক আহমেদসহ ছয় সদস্যের প্রতিনিধি দল কারাগার পরিদর্শন করেন।

এর আগে, গত ২২ জুলাই সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ড. ফারুককে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি করে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটি করার পাঁচ দিনের মাথায় আজ ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিনিধিদল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. ফারুক আহমেদ বলেন, ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এই কাজ শেষ করতে প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসীকে সহযোগিত করতে হবে। কারাগার পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়ে গেছে। এই তদন্ত অব্যাহত থাকবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর