২৯ জুলাই, ২০২৪ ১৫:২৭

৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ ও অবরোধ

রাবি প্রতিনিধি

৯ দফা দাবিতে রাবিতে বিক্ষোভ ও অবরোধ

নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ ও অবরোধ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব বলেন, সমন্বয়কদের জোর করে তুলে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। এসব ঘটনা ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। 

আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব ও আরবী বিভাগের অধ্যাপক ইফতেখার আলম মাসুদ সহ আরো অনেকে। 

ড. নকীব বলেন, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। নতুন করে আর কোন মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ নেই। কিন্তু যারা ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে এবং অধিকারের পক্ষে, তারাই আজকের সময়ের মুক্তিযোদ্ধা। 

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর