শিরোনাম
২৯ জুলাই, ২০২৪ ১৮:৫৪

কোটা আন্দোলন ইস্যুতে নাটোরে কলেজ অধ্যক্ষ গ্রেফতার

নাটোর প্রতিনিধি

কোটা আন্দোলন ইস্যুতে নাটোরে কলেজ অধ্যক্ষ গ্রেফতার

অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে নাটোর থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নাটোরের আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর শহরের আলাইপুর উপ-শহরের বাসিন্দা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে রবিবার দুপুর ১২টায় কলেজ চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি নাটোর জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নাটোর থেকে বিএনপি-জামায়াতের আরও আট নেতাকর্মীকে আটক করা হয়েছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের পর জেলার বিভিন্ন থানায় আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে দায়ের করা আটটি মামলায় সোমবার পর্যন্ত শিক্ষার্থীসহ ১০৮ জন বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর