৩০ জুলাই, ২০২৪ ২১:৫৫

শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য: শামীম

নিজস্ব প্রতিবেদক


শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের 
অগ্রযাত্রায় শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য: শামীম

এনামুল হক শামীম

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি বলেছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য হিসেবে আজ প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ে এখন আর সেশন জটের নজির দেখা যায় না। মসৃণ গতিতে চলছে উচ্চ শিক্ষা কার্যক্রম। জাতীয় বিশ্ববিদ্যালয়েও এখন আর সেশন জট নেই বললেই চলে। নিয়মিত ভর্তি পরীক্ষা, ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ৫০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐচ্ছিক তহবিল থেকে ২৪ লাখ ৪০ হাজার টাকা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, সাধারণ সম্পাদক  আতিকুর রহমান মানিক সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর