৩১ জুলাই, ২০২৪ ১৮:৫৯

ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি চেয়ারম্যান মিঠু কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ইউপি চেয়ারম্যান মিঠু কারাগারে

ইউপি চেয়ারম্যান মিঠু সিকদার

ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি সার আত্মসাতের ঘটনায় উপজেলার আওড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার মামলার ধার্য তারিখে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।

উল্লেখ্য, কাঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন ও ইউনিয়ন যুবলীগ নেতার বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামি করে গত ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলায় অন্য আসামিরা হলেন-ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদারকে আসামি করে থানায় এ মামলাটি করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর