৩১ জুলাই, ২০২৪ ১৯:১৪

কুড়িগ্রামে জাতীয় মৎস সপ্তাহে র‌্যালি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে জাতীয় মৎস সপ্তাহে র‌্যালি

‘ভরব মাছে মোদের দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে সারাদেশের ন্যায় র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামেও জেলা মৎস্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে মিলিত হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুড়ি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো:বরমান হোসেন। 
জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আ,ন,ম ওবাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
 

এর আগে জেলার কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরমান হোসেন, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলামসহ অতিথিবৃন্দ। এছাড়াও মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ২ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে জেলার ৯ উপজেলায় উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর