৩ আগস্ট, ২০২৪ ১৯:২০

পাবনায় শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

পাবনায় শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

পাবনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মেইন গেটে জড়ো হয়ে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ নিয়ে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এসে অবস্থান নিয়ে বিভিন্ন প্রতিবাদী গান করেন ও বক্তব্য দেন শিক্ষার্থীরা।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর অন্যতম সমন্বয়ক ফাহাদ হোসেন বলেন, নির্বিচারে গুলি করে অসংখ্য শিক্ষার্থী ভাইসহ অনেককেই হত্যা করেছে পুলিশ। গতকাল সারাদেশে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন গণমিছিল ছিল। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছে, আবারো অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছি। আর একটি শিক্ষার্থীর প্রাণও ঝরতে দেবো না। আর একটি গুলি চললে একটুও সহ্য করা হবে না।

পাবনাকে অচল করার ইঙ্গিত দিয়ে এই সমন্বয়ক বলেন, আগামীকাল (৩ আগস্ট) থেকে আমাদের অসহযোগ আন্দোলন। আর ঘরে বসে থাকবে না পাবনার শিক্ষার্থীরা। কাল থেকে পাবনায় কোনো দোকানপাট চলবে না, ব্যবসায়ীদের আহ্বান করবো প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সাথে একাত্মতা পোষণ করুন, রাস্তায় আসুন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর