কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ২ কিলোমিটার অংশে বৃষ্টি উপেক্ষা করে মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলে যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সোহরাব উদ্দীনসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও অংশ নেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে কয়েকশ আন্দোলনকারী জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যান। সাদ্দাম বাজার মোড় থেকে মিছিলে যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন। তিনি নেতাকর্মীসহ মিছিলকারীদের সঙ্গে রওয়ানা হন। মিছিলটি চৌড়হাস মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর তারা মহাসড়ক ধরে আবার মজমপুর গেটের দিকে আসেন।
পরে মিছিলটি আবারও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এই কর্মসূচি ঘিরে পুলিশ কাউকে বাধা দেওয়ার বা আটকের চেষ্টা করেনি। তবে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা, তাদের অভিভাবক, বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ, বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/নাজমুল