৪ আগস্ট, ২০২৪ ১৭:৪০

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ

মোশাররফ হোসেন। ফাইল ছবি

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেন। শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সাংগঠনিক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেনকে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন চলাকালে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা হয়। এই মামলার আসামি হিসেবে গত ২২ জুলাই বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনাকে পুলিশ গ্রেফতার করে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর