৪ আগস্ট, ২০২৪ ১৭:৪৫

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে-বিপক্ষে কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে-বিপক্ষে কর্মসূচি

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আন্দোলনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্ট মোড়, হাসপাতাল সড়ক, ভালাইপুর বাজার ও জীবননগরে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে। এসময় হাসপাতাল সড়কে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

অপরদিকে ভালাইপুর বাজার এলাকায় বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত অসহযোগ আন্দোলনের পক্ষে অবস্থান নেয় আন্দোলনকারীরা।

অন্যদিকে, সকাল থেকে শহরে জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগ আন্দোলনের বিপক্ষে বিক্ষোভ মিছিল করে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর