৬ আগস্ট, ২০২৪ ২০:২০

বাগেরহাটে সংখ্যালঘুদের সুরক্ষার বিএনপির পাহারা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সংখ্যালঘুদের সুরক্ষার বিএনপির পাহারা

দেশের চলমান পরিস্থিতিতে বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলায় সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গীর্জাসহ ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এলাকায় এলাকায় পাহারায় নেমেছে নেমেছেন বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল থেকে এই দুই উপজেলায় সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গীর্জাসহ মোংলা বন্দর, শিল্প এলাকা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার পাহারার কাজ শুরু হয়েছে।

ড. শেখ ফরিদ জানান, দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে সংখ্যালঘুদের জানমাল, মন্দির, গীর্জাসহ মোংলা বন্দর, শিল্প এলাকা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করতে না পারে সেজন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মোংলা ও রামপাল উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে গঠন করে মঙ্গলবার সকাল থেকে পাহারা দেয়ার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দিনভর মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলীসহ দলীয় নেতাকর্মীরে নিয়ে সংখ্যালঘুদের বসবাসকারী এলাকার পাহারা প্রতক্ষ্য কালে এই নেতা জানান, চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পাহারা অব্যাহত থাকবে।   

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর