৭ আগস্ট, ২০২৪ ১৯:১৩

কুষ্টিয়া কারাগার ভেঙে পালাল আসামিরা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া কারাগার ভেঙে পালাল আসামিরা

কুষ্টিয়া জেলা কারাগার ভেঙে কিছু আসামি পালিয়ে গেছে। পলায়নরত আসামিদের ঠেকাতে গিয়ে তিন কারারক্ষী আহত হয়েছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে জামিন পাওয়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বের হচ্ছিলেন। তাদের সঙ্গে বের হতে অন্য আসামিরাও হট্টগোল শুরু করেন। ভেতর থেকে প্রায় দুই শতাধিক কারারক্ষী একযোগে ধাক্কা দিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে।

এ সময় কারারক্ষীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালান। তবে এর আগেই ৩০-৪০ জন পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

তারা বলেন, কারাগার থেকে বের হয়ে কাপড়ে মুখ ঢেকে তারা বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এসময় বাধা দিতে গিয়ে ৩ কারারক্ষী আহত হয়েছেন।

এদিকে, ঘটনার পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা পুরো জেলখানা এলাকা ঘিরে নিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে কারাবন্দীদের মাইকে শান্ত হতে বললে আসামিরা শান্ত হন।

কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলম সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে। কারাবন্দীদেরও শান্ত হতে বলেছি।

তিনি বলেন, কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য কুষ্টিয়ায় এসেছে। খুব দ্রুত পুরো জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। এজন্য তিনি সামাজিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেছেন।

কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলছেন, ১২-১৩ জনের মতো আসামি পালিয়েছেন। পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানানো যাবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর