৭ আগস্ট, ২০২৪ ২০:১৭

বরিশালে পুলিশ কমিশনারের সাথে বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে পুলিশ কমিশনারের সাথে বিএনপির মতবিনিময়

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জিহাদুল কবিরের সাথে মতবিনিময় করেছে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিকেলে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে মতবিনিমিয় করেন তারা। 

মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন বলেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ পুলিশ কমিশনার সাথে মতবিনিময় করেছেন। দেড় ঘন্টাব্যাপি মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালনের জন্য ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে পুলিশকে সকল ধরনের সহায়তার করার আশ্বাস দেয়া হয়েছে। পুলিশ সদস্যদের তাদের দায়িত্বে ফিরে যাওয়ার আহবান জানানো হয়েছে। জবাবে পুলিশ কমিশনার দ্রুত সময়ের মধ্যে পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে ফিরবে বলে জানিয়েছেন। 

মতবিনিময় সভায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বিএনপি নেতা কেএম শহীদুল্লাহ, আনম সাইফুল আহসান আজিম, জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. এইচএম তসলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু প্রমুখ। 

মতবিনিমিয় সভায় পুলিশ কমিশনার ছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ (সদর দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভুঞা প্রমুখ। 
পুলিশ কমিশনার জিহাদুল কবির জানান, বিএনপি নেতৃবৃন্দ এসেছে। তারা পুলিশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। পাড়া মহল্লায় জনগণকে সচেতন করবে। পুলিশ কমিশনার আরো বলেন, বর্তমানে থানায় পুলিশ সদস্যরা কাজ করছেন। পুরোদমে কাজ শুরু করতে আরো দুই একদিন সময় লাগবে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর