৮ আগস্ট, ২০২৪ ১৭:৫৪

দিনাজপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

দিনাজপুর শহরে পরিষ্কার এবং যানজট নিরসনে কাজ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। একই সঙ্গে পরিষ্কারও করছেন সড়ক।
বৃহস্পতিবার দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, পলিটেকনিক ইন্সটিটিউট মোড়, কাচারী মোড়, হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজার মোড়, মডার্ন মোড়, চারুবাবুর মোড়, থানা মোড়, চৌরঙ্গী মোড়, কলেজ মোড়, পুলহাট, দিনাজপুর মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা মোড়সহ শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শিক্ষার্থীদের।
তারা শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার করছেন। যানজট নিরসনে নিয়ম মেনে যানবাহন চলা দেখে মনে হচ্ছে এ যেন চিরচেনা দিনাজপুর শহর নয়। রাস্তায় ময়লা-আবর্জনা নেই। নেই কোনো যানজট।
শিক্ষার্থীরা জানান, তারা সকাল থেকেই আছেন। কেউ বাঁশি ও পতাকা নিয়ে এসেছেন সিগন্যাল দেওয়ার জন্য।

শিক্ষার্থী খালিদ হাসান বলেন, নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড রাস্তাটি গুরুত্বপূর্ণ সড়ক। এখানে যানজট লেগেই থাকে। এখন ট্রাফিক পুলিশ না থাকায় আমরা কাজ করে যাচ্ছি। যানবাহন এক লাইনে চলাচল, মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া রাস্তার ওপরে যাত্রী উঠানামা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর