১০ আগস্ট, ২০২৪ ১৫:৩৫

জয়পুরহাট সদর থানা পুলিশের কার্যক্রম শুরু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর থানা পুলিশের কার্যক্রম শুরু

থানা পুড়ে ছাই, হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জয়পুরহাট সদর থানা। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া আসবাবপত্র, যানবাহন।

এর মাঝেই জয়পুরহাট সদর থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরে এ কার্যক্রম শুরু হয়।

সদর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাটের দায়িত্বে থাকা অফিসার লেফট্যান্যান্ট কর্নেল জুবায়ের শফি।

পরিদর্শন শেষে আইনি সেবাভোগীদের সাধারণ ডায়রি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের এক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একেবারেই অসম্ভব। সেনাবাহিনী সকল উপজেলায় যাচ্ছে। এই কয় দিনে যা হয়েছে সেসব বিষয়ে মানুষ গিয়ে থানায় অভিযোগ জানাতে পারে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর