শিরোনাম
১৪ আগস্ট, ২০২৪ ১৮:১২

শেখ হাসিনার বিচার দাবিতে ফুলপুর-তারাকান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

শেখ হাসিনার বিচার দাবিতে ফুলপুর-তারাকান্দায় বিএনপির অবস্থান কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। 

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যা চালানোর অভিযোগে বিএনপির উদ্যোগে বুধবার সকাল ১১টায় তারাকান্দা বাস স্টেশনে তালুকদার মার্কেটের সামনে ও দুপুর ১টার দিকে ফুলপুরে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। 

এ সময় তিনি বলেন, কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টিকারীরা পার পাবে না। কেউ যদি নৈরাজ্য-ভাঙচুর ও লুটপাট করতে চায় তবে সবাই মিলে তাকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। 

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ অবিলম্বে গণহত্যা চালানোর দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, কাজী আব্দুল বাতেন, তারাকান্দা উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শামীম তালুকদার, মামুন মণ্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির প্রমুখ। 

এছাড়া ফুলপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান, জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলু, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান, বিএনপি নেতা পলাশ সরকার, আদম আলী, হাবিবুর রহমান, শাজাহান সিরাজ, এ কে এম সুজা উদ্দিন, ওমর ফারুক সরকার প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর