১৪ আগস্ট, ২০২৪ ২০:৩৯

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেরপুরে বিএনপির মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি:

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেরপুরে বিএনপির মতবিনিময় সভা

শেরপুরে সম্প্রীতি রক্ষায় ইসকন এবং হিন্দু নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনসাধারণের অংশগ্রহণে আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। বিতাড়িত করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। তাই ওই স্বৈরশাসকের দল আওয়ামী লীগ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য হিন্দুর সম্প্রদায় মানুষের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে, এর দায় বিএনপির উপর চালিয় নতুন ইস্যু সৃষ্ঠি করতে চাইছে।

উপস্থিত হিন্দুর সম্প্রদায় নেতৃবৃন্দদের মধ্যে ইসকনের সেক্রেটারি অপূর্ব দাস বলেন, শেরপুরে আমরা ভালো রয়েছি। কিছুটা আতঙ্ক থাকলেও আক্রমণের শিকার হইনি। তবে আপনারা পাশে থাকলে আমরা আরো সাহস পাবো। 

এসময় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মন, শহর শাখার সভাপতি পিপুল সরকার, সাধারণ সম্পাদক সোহাগ দেসহ বিভিন্ন স্তরের হিন্দু নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মোঃ হাতেম আলী, আব্দুল আউয়াল চৌধুরী, ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, এস এম শহিদুল ইসলাম, আবু রায়হান রুপমসহ সুধীমহল উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর