১৫ আগস্ট, ২০২৪ ০৬:২২

মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজিপি সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমার থেকে পালিয়ে এলেন ১৩ বিজিপি সদস্য

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে বিজিপির আরও ১৩ সদস্য।

বুধবার সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়ার নাফ নদী দিয়ে বিজিপি সদস্যরা পালিয়ে আসেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ১৩ বিজিপি সদস্যকে নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের তিন দফায় মিয়ানমারের ফেরতও পাঠানো হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর