১৫ আগস্ট, ২০২৪ ১৭:১০

বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে এখন ‘স্বপ্নলিপি’

দিনাজপুর প্রতিনিধি

বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে 
এখন ‘স্বপ্নলিপি’

বিবর্ণ অতীত মুছে এখন সড়কের পাশের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ‘স্বপ্নলিপি”। দিনাজপুর শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় রংতুলির মাধ্যমে সড়কের পাশের দেয়ালসহ বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসভবনগুলোর দেয়াল রঙিন করে তুলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

আন্দোলনে হারিয়ে যাওয়া সহপাঠি ভাইদের স্মরণে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়কের পাশের দেয়ালে বিবর্ণ অতীতকে মুছে দেয়ালে দেয়ালে বিস্ময়কর চিত্রাঙ্কনের মাধ্যমে স্মৃতি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। নতুন রূপে কিভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাদের এ চিত্রকর্মে তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন চিত্রকর্মযজ্ঞ সচেতন মানুষদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল চিত্রকর্মের আঁকা বিস্ময়কর চিত্রকর্ম। শোভা পেয়েছে ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের। 

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখা যায়, সরকার পতনের পর সবখানেই শিক্ষার্থীদের কর্মব্যস্ততা। কেউ দায়িত্ব পালন করছেন পুলিশের সাথে সড়ক নিয়ন্ত্রণে, কেউ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, কেউ কেউ আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে লেখা বিভিন্ন ঘষে পরিষ্কার করছেন। সেখানেই বিবর্ণ অতীত মুছে ফেলে নতুন স্বপ্নলিপি আঁকছেন শিক্ষার্থীরা। নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়ালে লিখন কার্যক্রম এখন সবার দৃষ্টি কেড়েছে।

শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানের দেওয়ালগুলো আমরা বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে অনাগত ভবিষ্যতকে বর্ণিল রঙে রাঙাতে চাই। এজন্য নতুন স্বপ্নলিপি নিয়ে রংতুলির আলপনায় রাঙিয়ে সাজিয়ে তুলছেন দেয়ালগুলো। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরটাকে আমাদের মতো করে সাজাবো। শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।
শিক্ষার্থী হাবিবুর রহমান, সাব্বির রহমান জীবন, লাবন্য সরকার, জারিন তাসনিম রিফা, সাদিয়া আক্তার সুরভি ও রাকিবুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছায় দেয়াল স্বপ্নলিপি অঙ্কন, লিখন ও গ্রাফিতিতে অংশগ্রহণ করছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর