১৭ আগস্ট, ২০২৪ ২১:১৮

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষা বাতিলসহ কয়েকদফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা দিতে চায় না। পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়ালেখা করতে গিয়ে পরীক্ষা দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। এ পরিস্থিতিতে পরীক্ষা নিলে তাদের মূল্যবান সময় নষ্ট ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসি ২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল খুব দ্রুত প্রকাশ। কোন বোর্ড পরীক্ষা ৫/৬ মাস হতে পারে না বলে শিক্ষার্থীরা তাদের দাবিতে উল্লেখ করেন। 

গাজীপুর জেলা এইচএসসি ২০২৪ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে গাজীপুর সিটি কলেজ, কাজী আজিম উদ্দিন কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর