১৯ আগস্ট, ২০২৪ ১৯:৪৭

একযুগ ধরে বন্ধ থাকা যশোর চেম্বারের নির্বাচন দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

একযুগ ধরে বন্ধ থাকা যশোর চেম্বারের নির্বাচন দাবি

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

সোমবার (১৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল ইসলাম। এসময় সেখানে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, শান্তনু ইসলাম সুমিত, এহসানুর রহমান লিটু, কাসেদুজ্জামান সেলিম প্রমুখ।

২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হয়। 

মিজানুর রহমান খান জানান, তাদের মেয়াদ শেষে নির্বাচনের আয়োজন করতে গেলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে একটি পক্ষ আদালতে যান। আদালত ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। 

তিনি আরও জানান, এরপর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। প্রশাসকের মেয়াদ শেষও হয়। গত এক যুগে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে যশোর চেম্বার অভিভাবকহীন অবস্থায় রয়েছে। সে কারণে তারা অবিলম্বে নির্বাচন দাবি করছেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর