২০ আগস্ট, ২০২৪ ১৯:৫৫

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ডিসির মোড়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, আনোয়ারুল আলম প্রধান, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলা নিউজ টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি আমিরুজ্জামন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবদুল বারী, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রশিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টু, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ কাজল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল-হাসান রাফিন, ডেইলি সানের প্রতিনিধি এমআর রাজু প্রমুখ। বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার নিন্দা ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর