নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড়ের আঘাতে তিনটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। মঙ্গলবার রাত বারোটার দিকে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ক্ষতিগ্রস্ত শিক্ষক আব্দুল মালেক ও মাওলানা আলী আক্কাস জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ডে ও পার্শ্ববর্তী চর ওয়াফদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামে ও ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে। এতে তিন গ্রামে ব্যাপক মানুষের কাঁচা ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত হয়েছে। খোলা আকাশের নিচে বসবাস করছে বেশ কিছু পরিবার।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তদারকি করা হয়নি বলে জানান ক্ষতিগ্রস্তরা।এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি দেখছি এবং ব্যবস্থা নিচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল