শিরোনাম
২১ আগস্ট, ২০২৪ ১৫:৩৭

আহত সমন্বয়ককে দেখতে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ

নোয়াখালী প্রতিনিধি

আহত সমন্বয়ককে দেখতে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেছেন, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য টাকা খরচ করার দরকার নাই, সে টাকা দিয়ে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এখনো পূর্ণাঙ্গ বিজয় আসেনি। সবেমাত্র সংস্কার কাজ শুরু করেছি। আবদুল হান্নান মাসুদ মঙ্গলবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের একজন আহত সমন্বয়ককে মাইজদী এরাবিয়ান হাসপাতালে দেখতে গিয়ে শিক্ষার্থীদের উদেশ্য তিনি এই কথা বলেন। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেওয়া ফুলও গ্রহণ করেননি। তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং বিভিন্ন কর্মকর্তাদের অনিয়ম ও অব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে সতর্ক করেন হাসপাতাল কর্তৃপক্ষকে, বিষয়টি শিক্ষার্থীদের নজর দেওয়া জন্য বলেন। আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কামরান, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াত নেতা মাওলানা মিজানুল হক মামুনসহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। দুপুরে হাতিয়ায় আলী বাজার এলাকায় নিহত রিজভীর কবর জেয়ারত করেন এবং পরিবারকে শান্ত্বনা দেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর