বগুড়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৪০ জনের নামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহীনুর ইসলাম আলামিন বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে মামলার আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে শিবগঞ্জ থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, তাঁর ছেলে হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল, রেজ্জাকুল ইসলাম রাজু, আমিনুল ইসলাম দুদু, এস এম রুপম, এসকেন্দার আলী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, শাহজাহান চৌধুরী, জাহিদুল ইসলাম, আহসান হাবীব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, মো: বেলালসহ আরও অনেকে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, মামলার বিষয়টি শুনেছি। শিবগঞ্জ আমলী আদালতে এই মামলা দায়ের হয়েছে। মামলাটি শিবগঞ্জ থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম