২১ আগস্ট, ২০২৪ ১৬:৫০

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ণনা দিলেন শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের বর্ণনা দিলেন শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গার ছাত্রসমাজকে নিপীড়নের চিত্র তুলে ধরে ‘অভিজ্ঞতা: ঘটনা বর্ণনা’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা এ আলোচনার আয়োজন করে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া প্রকৌশলী শাহরিয়ার শুভর পিতা আবু সাইদ মন্ডল ও গুলিতে দৃষ্টি হারানো আল মিরাজ ঘটনার বর্ণনা করেন। পরে নিপীড়িত শিক্ষার্থীদের মধ্যে ঘটনার বর্ণনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সিরাজাম মুনীরা ও আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অনিমা আক্তার, আলমডাঙ্গা কলেজের শিক্ষার্থী আরাফাত হোসেন, সরোজগঞ্জের তেঁতুল শেষ কলেজের শিক্ষার্থী তানজিল হোসেন, বদরগঞ্জ কলেজের শিক্ষার্থী তামিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারানো আল মিরাজকে জাতীয় পতাকা পড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
 
শিক্ষার্থীরা বলেন, অধিকার আদায়ের আন্দোলনে নেমে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের আক্রমণের শিকার হতে হয়েছে। লাঠির পাশাপাশি ধারানো অস্ত্রের আঘাত নেমে এসেছে। এতে অনেকেই আহত হয়েছেন। অনেককে হুমকি-ধামকি দেয়া হয়েছে। ছাত্ররা দমে যায়নি।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর