২১ আগস্ট, ২০২৪ ১৭:৫৮

বন্ধ চিনিকল সচলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

বন্ধ চিনিকল সচলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ

উত্তরের জেলা গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল সচলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিগত সরকারের শাসনামলে চিনি শিল্প ধ্বংসকারী মন্ত্রী, আমলা ও অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেটের বিচার দাবি জানানো হয়।

বুধবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে ছাত্রদের পাশাপাশি চিনিকলের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী, কাজ নাই মজুরি নাই-কানামনা ভিত্তিক কর্মচারী ও আখচাষি, শিক্ষকসহ বিভিন্ন পেশার অর্ধ সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।

আব্দুর রহিম বোরহানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ওমর ফারুক, অয়ন সুলতান, মহিমাগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সাজ্জাদ হোসেন সাগর, আতিক শাহরিয়ার শান্ত, পলাশ ইসলাম জয়, সামিউল্লাহ শাহ ফকির।

সচেতন নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আবু সুফিয়ান সুজা, মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, রংপুর চিনিকলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য তৈয়ব হোসেন, মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন, শ্রমিক নেতা ফারুক হোসেন ফটু, কৃষক নেতা আতাউর রহমান নান্নু প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে অশীতিপর আখচাষি নেতা জিন্নাত আলী প্রধান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর