মাগুরায় স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারী পরিষদ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড় মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ পল্লব কুমার দে, সাধারণ সম্পাদক নাজমুল আলম, সহ-সভাপতি বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবীর হোসেন, উপদেষ্টা মনোজ কুমার বিশ্বাস, শিক্ষক প্রখর রঞ্জন বিশ্বাস, মো. রুহল আমীন, লতিফ জামিল প্রমুখ।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, দেশের সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান বিগত সরকারের সময়ে চমর অমানবিক, বৈষম্য, পক্ষপাতিত্ব ও অবহেলার শিকার। বিগত সরকারের ব্যক্তি প্রভাবে অনেক যোগ্য ও পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অপেক্ষাকৃত নিম্নমানের ও নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অথচ ২০ থেকে ২৫ বছরের এমনকি তার চেয়েও বেশি বয়সের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিভুক্ত হতে পারেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বঞ্চিত ও বৈষম্যের শিকার এসব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি জানান বক্তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি জানান মাগুরা জেলা নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের শিক্ষক-কর্মচারীরা।বিডি প্রতিদিন/এএ