২৩ আগস্ট, ২০২৪ ১০:৫৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে শোকসভা

টাঙ্গাইল প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে টাঙ্গাইলে শোকসভা

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধে ছাত্র আন্দোলনে নিহত শহীদ স্মরণে শোকসভা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভূঞাপুর পৌর শহরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইমুর রাহাত রায়হানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার হাসনাত জামিল, হামিদুর রহমান, অর্জুনা হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার, সুজনের সাংগঠনিক সম্পাদক হালিমুর রহমান রিপনসহ স্থানীয় সামাজিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সমন্বয়ক ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইমুর রাহাত রায়হান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এই স্বৈরাচার সরকারের শাসনামলে রাজনৈতিক ব্যক্তি-গোষ্ঠীর বাইরে সাধারণ জনগণও বিভিন্নভাবে অন্যায়-অত্যাচার ও জুলুমের শিকার হয়েছেন। আমরা তাদের সাথে প্রতিশোধপরায়ণ না হয়ে ইতিবাচক ব্যবহার করব যাতে করে তারা নিজেরাই লজ্জিত হয়ে সত্য দেখতে পায় ও ন্যায়ের পথে ফিরে আসে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করতে হলে ছাত্র-জনতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর