ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চার শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
শনিবার সকালে সদর উপজেলার ডিঙিডাঙী ভাউলারহাট মোড় এলাকায় চার শহীদের পরিবারের মাঝে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা নগদ প্রদান করা হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকীমের সভাপতিত্বে আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন সাঈদী।এ সময় জেলা জামায়াতের নায়েবি আমীর অধ্যাপক বেলাল উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন সহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্দোলন নিহতদের পরিবারের পাশে থাকা ও আহতদের চিকিৎসা খরচ সহ সাথে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আন্দোলন পরবর্তী সহিংসতায় আবু রায়হান, আল মামুন, আবু শাওন ও রকিবুল হাসান রকি শহীদ হোন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ