শিরোনাম
২৪ আগস্ট, ২০২৪ ১৭:১৯

সাগর-রুনী ও রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:

সাগর-রুনী ও রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ঢাকায় সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমান ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর। 

বক্তরা বলেন, গত এক যুগে ১১১ বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না করে প্রহসন করেছে। বর্তমানে নির্দলীয় সরকারের কাছে সাগর-রুনী হত্যাকান্ডের বিচারের জোর দাবি জানান তারা। কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারীদের শনাক্ত করার।   

এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানান বক্তারা। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর