২৪ আগস্ট, ২০২৪ ১৮:১০

বগুড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামছুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসৎ আচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

দুপচাঁচিয়াবাসীর ব্যানারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধনে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর বিএনপি’র সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌস সাখিদার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার, জাহেদুল হক তালুকদার কাজল, তালোড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, দুপচাঁচিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, পৌর শ্রমিক দলের সদস্য সচিব ওয়াসিম মহলদার, সাংবাদিক তৌফিক আলম, ভুক্তভোগী পরিচ্ছন্নতা কর্মী সাহিদা আক্তার, রাজিয়া সুলতানা, বিএনপি নেতা মহসিন আলী, শামছুল হুদা প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর