২৪ আগস্ট, ২০২৪ ১৮:৩০

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ শনিবার কক্সবাজারে এক মানবন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে কর্মরত সাংবাদিক ছাড়াও আলেম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক এবং সুশীলসহ সকল শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা দেশের শীর্ষ স্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা দেশের সকল গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানান সরকারের প্রতি।

কক্সবাজারে কর্মরত দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তৃতা করেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সুশাষনের জন্য নাগরিক-সুজনের জেলা সভাপতি অধ্যাপক অজিত দাশ, কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটি রামু উপজলা শাখার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি ডা. চন্দন কান্তি দাশ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন মুহাম্মদ তারেক, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রম ফাউন্ডেশনের সভাপতি ঋত্বিক পুরোহিত প্রিয়তোষ দে, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার এর (টুয়াক) সাবেক সভাপতি আনোয়ার কামাল, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি রবীন্দ্র বিজয় বড়ুয়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সৈয়দুল আলম ও অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী, কক্সবাজার মডেল স্কুলের শিক্ষক বেদারুল আলম, সংবাদকর্মী তাজুল ইসলাম পলাশ প্রমুখ।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আয়ুবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিস্ট গার্মেন্ট ব্যবসায়ী হাজী আবদুস শুকুর, বাংলানিউজ টুয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টর সুনীল বড়ুয়া, ডেইলী সান এর জেলা প্রতিনিধি নেসার আহমদ, দৈনিক প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার নুপা আলম, দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শহিদুল্লাহ কায়সার, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি, এমআর খোকন, ইউএনবির জেলা প্রতিনিধি, দীপক শর্মা দীপু, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি, এহসান আল কুতুবী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মুহিবুল্লাহ মুজিব, বাংলাদেশ প্রতিদিন এর কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদত হোসাইন, নিউ নেশন এর জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, নিউজ টুয়েন্টিফোর এর সিয়াম সোহেল, চ্যানেল এস প্রতিনিধি আজাদ, শিক্ষানবীশ আইনজীবী জাহেদুল ইসলাম, সমাজকর্মী আবদুল কাদের, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক রাজীব বাবু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, একাত্তর টিভির ক্যামেরা পারসন হেলাল, এটিএন বাংলার ক্যামেরা পারসন ফেরদৌস, বিবার্তার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল ফরহাদ, দৈনিক আজকের দেশবিদেশ এর বিজয় কুমার ধর, খোরশেদ আলম ও সিধুল দে প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর