২৪ আগস্ট, ২০২৪ ১৯:২৫

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সুজনের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম আহমেদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলী, দুর্বার নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক মাজেদা খাতুন, জেলা বারের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাডভোকেট ফারুক কবীর, মহিলা পরিষদের লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক ইয়াসমিন খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা মনির হোসেন সুইট, শিক্ষক অশোক সাহা, সাকোয়াত হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর