২৪ আগস্ট, ২০২৪ ২২:২৯

ফেনীতে গণ অধিকার পরিষদের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

ফেনীতে গণ অধিকার পরিষদের ত্রাণ বিতরণ

ফেনীতে ত্রাণ বিতরণ করেছে গণ অধিকার পরিষদ। শনিবার ট্রলার নিয়ে ফেনীর বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে দলটির নেতৃবৃন্দ। 

এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

নুরুল হক নুর বলেন, গণ অধিকার পরিষদের একটি টিম আমরা আজ ফেনীতে এসেছি। অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে আসছে কিন্তু তাদের এই এলাকা সম্পর্কে ধারনা না থাকায় একটা বেগ পেতে হচ্ছে। যেখানে একটু যাতায়াত সুবিধা সেখানেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। ট্রলার বা নৌকা না পাওয়ায় দূরবর্তী অঞ্চলে যেতে পারছে না। এতে প্রকৃত মানুষ সহায়তা পাচ্ছে না। 

তিনি আরো বলেন, এখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যারা ত্রাণ দিতে আসবেন কষ্ট হলেও একটু দূরবর্তী এলাকায় যাবেন। ত্রাণ দেওয়ার ক্ষেত্রে যেন কেউ বঞ্চিত না হয় সেটি খেয়াল রাখা দরকার। 

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হঠাৎ ভারত তাদের ব্যারেজগুলো খুলে দেওয়ার কারণে আজ এই দুর্ভোগ। আমরা মানুষের কষ্ট বোঝার জন্য সরজমিনে আজ এখানে এসেছি। 
 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর