২৫ আগস্ট, ২০২৪ ১৭:৩৭

বন্যার্তদের জন্য অর্থ উত্তোলনে বাধা, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

বন্যার্তদের জন্য অর্থ উত্তোলনে বাধা, প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের সময় বাধা দেওয়ার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে ‘রেসকিউ ফোর্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রেসকিউ ফোর্সের স্বেচ্ছাসেবীরা বলেন, গতকাল শনিবার সকালে বন্যার্তদের সহযোগিতার জন্য তারা অর্থ সংগ্রহের জন্য বের হন। একপর্যায়ে বেলা ১২টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সাবেক সমন্বয়ক’ পরিচয়ে কয়েকজন বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে বাধা প্রদান করে। সেইসঙ্গে তারা নানাভাবে হেনস্তা করে।

বক্তারা আরও বলেন, ন্যক্কারজনক এ ঘটনার পর তাদের কার্যক্রমের বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে রেসকিউ ফোর্সের স্বেচ্ছাসেবী ফেরদৌসী আক্তার লুনা, শাকিল আহম্মেদ, নিলয় চন্দ্র দাস, ওয়ারেছ মন্ডল রাঙ্গা ও ইমন সরকার বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর