২৬ আগস্ট, ২০২৪ ১৬:২১

খাগড়াছড়িতে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

খাগড়াছড়িতে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন, পৌর  প্রশাসন, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামি, মানব কল্যাণ সংস্থাসহ  বিভিন্ন সংস্থা এখনও জেলার বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবার, ওষুধপত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছেন।

সোমবার দুপুরে জেলা প্রশাসন দীঘিনালা, রামগড়, মাটিরাঙ্গা, পানছড়ি, মহালছড়ি সদরসহ বিভিন্ন স্থানে চাল বিতরণ করেন। জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

২২ শত পরিবারের মাঝে এ চাল বিতরণ কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ জহরুল আলমসহ স্থানীয় স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর