২৬ আগস্ট, ২০২৪ ১৬:৪১

মুন্সীগঞ্জে বন্যার্তদের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বন্যার্তদের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের সুস্থতা ও মঙ্গল কামনায় মুন্সীগঞ্জে শত কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে দ্রুত সংকট কাটিয়ে উঠতে প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। 

সোমবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সদর উপজেলার বিনোদনপুর সূত্রধর পাড়া এলাকায় এক ধর্মীয় অনুষ্ঠানে এর আয়োজন করা হয়। শিশু-কিশোরদের শত কণ্ঠে একত্রে দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মঙ্গল প্রার্থনা,পরে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে, সম্মিলিত প্রচেষ্টায় অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ ও সম্প্রীতির মিলবন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করেন ভক্তরা। প্রতিবছরের মত এ বছরও ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর