ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলা ও প্রতিষ্ঠানে ভাঙচুরের প্রতিবাদে এবং হামলার সাথে জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
সোমবার দুপুরে জামালপুর জেলা প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল, জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি শামীমা খান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল (সুইট) এর সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, দিনকালের সাংবাদিক মুকুল রানা, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, নিউ নেশন ও ইত্তেফাকের শাহ্ জামাল, মোহনা টিভির উসমান হারুনী, নিউজ ২৪ টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, এখন টিভির জামালপুর প্রতিনিধি জুয়েল রানা, কালের কণ্ঠের জামালপুর সংবাদদাতা মমিনুল ইসলাম কিসমত, বাংলানিউজ ২৪ ডটকম ও যমুনা টিভির সাগর ফরাজী, বাংলাদেশ প্রতিদিনের মাদারগঞ্জ প্রতিনিধি জুলফিকার বাবুল, কালেরকণ্ঠের বকশীগঞ্জ প্রতিনিধি আব্দুল লতিফ লায়ন, কালেরকন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের মেলান্দহ প্রতিনিধি ফরিদুল ইসলাম, ঢাকা পোস্টের জামালপুর প্রতিনিধি মোত্তাছিম বিল্লাহ, দৈনিক জনবাণীর জামালপুর প্রতিনিধি এম কাওছার সৌরভ, বাংলা টিভির জামালপুর প্রতিনিধি নূর মোহাম্মদ ফজলুল করিম কাওছার, আনন্দ টিভির জামালপুর প্রতিনিধি বাহা উদ্দিন খান, মানবকন্ঠের মাদারগঞ্জ প্রতিনিধি খাদেমুল ইসলাম আবেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ